Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বটতলী ইউনিয়ন
বিস্তারিত

বটতলী ইউনিয়নের আয়তন ২৯৩৫ একর (১১.৮৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালেে পরিসংখ্যান অনুযায়ী বটতলী ইউনিয়নের লোকসংখ্যা ৩৩,২৩৭ জন। এর মধ্যে পুরুষ ১৬,৫৯৯ জন এবং মহিলা ১৬,৬৩৮ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

আনোয়ারা উপজেলা পশ্চিম-মধ্যাংশে বটতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বৈরাগ ইউনিয়ন, পশ্চিমে বারশত ইউনিয়ন, দক্ষিণে রায়পুর ইউনিয়ন ও জুঁইদণ্ডী ইউনিয়ন এবং পূর্বে বরুমছড়া ইউনিয়ন ও বারখাইন ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

বটতলী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আইরমঙ্গল
  • বটতলী
  • চাঁপাতলী
  • পশ্চিম বরৈয়া
  • পূর্ব বরৈয়া
  • পূর্ব তুলাতলী

বটতলী ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪৬.৯৩%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।