Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

সাধারণ কার্যাবলীঃ

১।         জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

২।         সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যম ও খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

৩।         জনপথ, রাজপথ ও সরকারি স্থানে আলো জ্বালানো।

৪।         গাছ লাগানো ও সংরক্ষণ।

৫।         জনপথ, রাজপথ ও সরকারি গাছ লাগানো ও সংরক্ষণ।

৬।         কবরস্থান, শশ্মান, ঘাট, সাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তি রক্ষনাবেক্ষন ও পরিচালনা।

৭।         পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষণ।

৮।         রাজপথ, জনপথ ও সরকারি স্থানে উৎপাত ও তার কারণ বন্ধ করা।

৯।         ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থা উন্নয়ন সাধন।

১০।        গোবর ও রাস্তার আবর্জঙনা সংগ্রহ, অপসারণ ব্যবস্থাপনা নিশ্চিত করা।

১১।        অপরাধ ও বিপদজনক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।

১২।        মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ করা।

১৩।       পশু জবাহ নিয়ন্ত্রণ করা।

১৪।        ইউনিয়নের দালান নির্মাণ ও পুনঃ নির্মাণ নিয়ন্ত্রণ করা।

১৫।       বিপদজনক দালান সৌধ নিয়ন্ত্রণ করা।

১৬।       নলকূপ, জলাধার, পুকুর ও পানি সরবরাহের কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ।

১৭।        খারাপ পানি দূষণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।

১৮।       জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কূপ, পুকুর ও পানি সরবরাহের উৎসের পানি ব্যবহার নিষিদ্ধকরণ।

১৯।        খাবার পানির কূপ, পুকুর বা সরবরাহের স্থানে গোসল, কাপড় কাচা, পশুর গোসল নিষিদ্ধকরণ।

২০।       পুকুর বা পানি সরবরাহের স্থানে/নিকটবর্তী স্থানে শন, পাটসহ অন্যান্য গাছ ভেজানো নিষিদ্ধ করা।

২১।        আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ করা বা নিয়ন্ত্রণ করা।

২২।       আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধকরণ।

২৩।       আবাসিক এলাকায় ইট, মাটিরপাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ।

২৪।       গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয় তালিকাভূক্ত করা।

২৫।       মেলা প্রদর্শনীর আয়োজন করা।

২৬।       জনসাধারণের উৎসব পালন করা।

২৭।       বিধবা, এতিম, গরীব ও দুঃস্থদের সাহায্য করা।

২৮।       অগ্নি, বন্যা, ঝড়, ভূমিকম্পসহ সকল প্রাকৃতিক দূর্যোগে উদ্ধার তৎপরতা ব্যবস্থা করা।

২৯।       খেলাধূলার উন্নতি সাধন করা।

৩০।       শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীন শিল্পেন উন্নয়ন সাধনে উৎসাহ দান।

৩১।       বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা।

৩২।       পরিবেশ ব্যবস্থাপনার কাজ করা।

৩৩।      গবাদি পশুর খোঁয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ।

৩৪।       প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৫।       গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থা করা।

৩৬।       ইউনিয়ন পরিষদের মত কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার কাজে সহযোগিতা করা।

৩৭।       জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহীর কর্মকর্তার নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্য করা।

৩৮।       ইউনিয়নের বাসিন্দা/পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম আয়েশ ও সুযোগ সুবিধার ব্যবস্থা করা।  ভ